দিলোয়ার হোসাইন,বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হতে যাচ্ছে আগামীকাল রবিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে।
দীর্ঘদিন পর অনুষ্টিত বর্ধিত সভাকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
বর্ধিত সভাকে জাকজমক করার জন্য ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়, স্থান হিসেবে বাছাই করা হয়েছে বানিয়াচং উপজেলা পরিষদ মাঠ।
আজ ২৪ অক্টোবর রবিবার বিকাল ৩টা থেকে শুরু হবে বর্ধিত সভা।
বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার।
সভা পরিচালনা করবেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারন সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী।
দায়িত্বপ্রাপ্ত নেতা সহসভাপতি শেখ শামসুল হক,সজিব আলী,ডাঃ অসিত বরন রায়,যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান,আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।
বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভাকে সফল ও সার্থক করে তোলার জন্য উপজেলা আৗযামীলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।
এ সময় তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ হবিগঞ্জ জেলার মধ্যে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ইউনিট।
এখানকার নেতাকর্মীরা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকের মধ্যে সবসময় লালন করে।
বর্ধিত সভাটি আশা করছি খুবই সফল ও ফলপ্রসু হবে। আমি বর্ধিত সভার সফলতা কামনা করছি।