সৈয়দ সালিক আহমেদ : মুক্তাঞ্চল সাহিত্য উৎসবের উদ্ধোধন ও মানচিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না দেশটাকে ভালবেসে এগিয়ে নিয়ে যেতে হবে। কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ব্যক্তি স্বার্থ হাসিল করতে চায়। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়।
তিনি আরো বলেন, সাহিত্য চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে।
আজ শনিবার ২৩ অক্টোবর সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র হবিগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে উৎসব আয়োজক কমিটির সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, মোঃ সিদ্দিক আলী,ফজলে এলাহী বাচ্চু প্রমুখ।
এরপর চিত্রাঙ্গন, কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান
করা হয়।