নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে দুর্বৃত্তদের হামলায় সফিকুল ইসলাম ইসান (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় মাদ্রাসার ছাত্রের বাড়ির পাশে এই ঘটনাটি ঘটে । আহত সফিকুল ইসলাম ইসান কুর্শি গ্রামের খলিলুর রহমানের পুত্র।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানাযায়, কুর্শি গ্রামের ইসান আউশকান্দি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
শুক্রবার সন্ধ্যার পর ডিম আনার জন্য দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার ১০ মিনিট পর হঠাৎ রক্তমাখা শরীরে চিৎকার দিয়ে মা আমাকে বাচাঁও বাচাঁও বলে বাড়িতে এসে মাটিতে পড়ে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তাৎক্ষনিক ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই লুৎফুর রহমান, এ এস আই জামাল আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুতর আহত সফিকুল ইসলাম ইসানের মা বলেন, বাড়ি থেকে যাওয়ার ১০ মিনিট পরে আমার ছেলে বাড়ি এসে বলে মা আমাকে বাচাঁও। তিনি আরো বলেন ঘটনা যে বা যারা ঘটিয়েছে প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত হামলাকারীদের গ্রপ্তার করে আইনের আওতায় আনা হোক।