স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিলসহ আবদাল মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবদাল মিয়া শায়েস্তাগঞ্জের নিজগাঁও গ্রামের মোস্তফা মিয়ার পুত্র।
ডিবি পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জের দাউদনগর এলাকায় অভিযান চালায়। এ সময় আবদাল মিয়াকে আটক করে তার দেহ তল্লাশী করা হলে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়।