বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ধর্ষন-গরুচুরি সহ বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা ওই সমস্ত আসামীদের ধরতে বানিয়াচং থানা পুলিশ তৎপর ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে বানিয়াচং থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সমস্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীগণ হলেন ধর্ষন মামলার পলাতক আসামী বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লভপুর গ্রামের স্বপন মিয়া(২০), পুকড়া ইউনিয়নের গরু চুরির মামলার আসামী আব্দুল হামিদ(২৬), দঃপূঃ ইউনিয়নের জাতুকর্ণপাড়া গ্রামের আজিজুর রহমান,১২ নম্বর মক্রমপুর ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামের আজম খা, পুকড়া ইউনিয়নের সিকন্দপুর গ্রামের আলী মোহাম্মদ(৫০) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মনিরুল হক মুন্সি,এসআই মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ পলাতক আসামীদেরকে গ্রেফতার করেছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, বানিয়াচং থানার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই অভিযান অব্যাহত থাকবে।