মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঐতিহ্যবাহী ইসলামপুর দরবার শরীফের উদ্যোগে ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে জশনে জুলুছ পালিত হয়েছে।
আজ ( বুধবার) কৃষ্ণপুর হজরত শাহ আহসান উল্লাহ (রঃ) এতিমখানা ,সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রঙ্গন থেকে পীরজাদা ফয়সল মাহমুদের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। এতে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আশেক ভক্তগন উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকা প্রদক্ষন শেষে মাদ্রাসা মাঠে সুন্নী সমাবেশ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পীরজাদা ফয়সাল মাহমুদ বলেন বলেন যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধীতা করে তারা আল্লাহ অপ্রিয় বান্দা।রসুলপাক (সাঃ)আগমনের জন্য মহান রাব্বুল আলআমিন সারাজাহান সৃষ্টি করেছে। তিনি মুসলিম
উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করে।