সৈয়দ শাহান শাহ্ পীর : শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং শাহজীবাজারের ধান বাজারে (উত্তর বাজার) একটি টিউবওয়েল নিশ্চিহ্ন হয়ে পড়ে আছে আজ প্রায় দীর্ঘ দিন যাবত। কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেই।
ফলে,উত্তর বাজারের স্থায়ী দোকানিরাসহ উক্ত বাজারে আগত ক্রয়-বিক্রয়কারীরা পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। উত্তর বাজারে আর কোনো টিউবওয়েল নেই।
তাই এ টিউবওয়েলটি সংস্কার করে বাজারবাসীর দুর্ভোগ গোছাতে এগিয়ে আসবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।