সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে এলাকার মানুষের প্রত্যাশা অনেক বেশী, স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালী করণের ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের গুরুত্ব অপরিসীম। তাছাড়া আমাদেরকে সকল উন্নয়ন টেকসই করতে হব, যাতে করে দীর্ঘ সময় জনগণ তার সুফল পায়।
তিনি আজ পৌরসভার কাউন্সিলরগণের জন্য পৌরসভা সর্ম্পকিত অবহিতকরণ শীর্ষক ২দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রবিবার ১৭ অক্টোবর সকাল ১০টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এবং জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ২দিন ব্যাপি প্রশিক্ষণে ৫টি পৌরসভার ৬০ জন কাউন্সিলর অংশ গ্রহন করেন। এসময় প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন, পৌরসভার দ্বায়িত্ব কর্তব্য, বিরোধ নিষ্পত্তি, পৌরসভার সাথে সরকারের অন্যান্য বিভাগের সমন্বয় এবং যোগাযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।