হামিদুর রহমান,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
বাধ্যতামূলক বিদ্যালয়ে যাওয়া, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম ও বাল্য বিবাহ বন্ধ এবং বাধ্যতামূলক জন্মনিবন্ধন এই চার শর্তে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক কারিগরি সহযোগিতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের দুস্ত, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত ৩৮৩ শিশুর মধ্যে প্রত্যেককে ১২ হাজার টাকা করে ৪৬ লক্ষ ৯৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড. মাহবুব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মহিউজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন, সহসভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সোলাইমান মুজুমদার প্রমুখ।