নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার অন্তর্গত ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগের সম্মেলন ঝাকঝমকপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। গত ৯ অক্টোবর ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের মাঠ প্রাংগণে সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জালাল উদ্দিন রুয়েলের সভাপতিত্বে ও রাহাত মঈন উদ্দিন মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া।
উক্ত সম্মেলন উদ্ভোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজল উদ্দিন তালুকদার ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন।
এ সম্মেলনকে ঘিরে ব্রাহ্মণডুরা ইউনিয়নসহ পুরো উপজেলার নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা দেখা যায়। সোমবার (১১ অক্টোবর) রাতে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজল উদ্দিন তালুকদার ও যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেনের স্বাক্ষরিত এক পত্রে ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী টুটুলকে সভাপতি, মোঃ রাহাত মঈন উদ্দিন মুন্নাকে সাধারণ সম্পাদক, মোঃ জালাল উদ্দিন রুয়েলকে সিনিয়র সহ সভাপতি, মোঃ আব্দুল কাইয়ুমকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ মোহন মিয়াকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।