স্টাফ রিপোর্টার : বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, পবিত্র ইসলাম ধর্ম হলো ত্যাগ ও মহত্ত্বের ধর্ম। উগ্রতা-হঠকারিতা ও অন্যের জীবন বিনষ্ট হয় এমন গর্হিত কাজকে ইসলাম কখনো সমর্থন করে না।
দুঃখজনক হলেও সেই সুমহান আদর্শকে যারা ভুলে প্রবৃত্তিকে খুশি করতে সামান্য বিষয়ের জের ধরে অনাকাংখিত ঘটনা ঘটায় তারা যেমন ইসলামের শত্রু, ঠিক তেমনিভাবে রাষ্ট্রেরও শত্রু। এমন মানুষ থেকে দেশবাসীকে সবসময় সতর্ক থাকতে হবে। আমরা সবাই যদি এ ব্যাপারে সতর্ক থাকি তাহলে যে কোন ষড়যন্ত্র হউক তা কোন ক্ষতিসাধন করতে পারবে না।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন’র মাসিক শিক্ষক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফা’র উপজেলা ফিল্ড সুপার ভাইজার তৌহিদ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ও ইমাম সমিতির বানিয়াচং সভাপতি কাজী মুফতি আতাউর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে রাখেন, উপজেলা মডেল কেয়ারটেকার কয়েছ মাহদী, সাধারণ কেয়ারটেকার মাওলানা বাহাউদ্দিন ও মাওলানা আব্দুল মালিক প্রমুখ।