নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশনাট্য গোষ্ঠীর ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু আবৃতি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহাদত হোসেন নিপু বলেছেন, আবৃতির মাধ্যমে আমরা সারা দেশের মানুষের কাছে স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর জীবন ইতিহাস তুলে ধরতে চাই। ১৯৭৫ সালে স্বাধীনতার ইতিহাসকে ভিন্নভাবে রচনা করার জন্য জাতির পিতাসহ পরিবারের সবাইকে হত্যা করেছিল, কিন্তু তাদের সেই মনোবাসনা পুরণ হয় নাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণে জাতি আজ প্রকৃত ইতিহাস জানতে পারছে।
গতকাল শুক্রবার রাত ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার দেশনাট্য গোষ্ঠীর কার্যালয়ে ২৮ তম বর্ষপূর্তিতে তিনি এ কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, ঢাকা জেলার সধারণ সম্পাদক মোঃ মাসুদ, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান, সাংবাদিক সৈয়দ সালিক আহমেদ, গ্রুপ থিয়েটার সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমি, বাউল শিল্পী ফারুক দেওয়ান প্রমুখ।