এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের বঙ্গবন্ধু কর্মীকল্যাণ ট্রাস্টের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের সদস্য বাবু সজল দাশ এর সভাপতিত্বে ও মিরাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ মাস্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আবিদা খাতুন।
বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টে চুনারুঘাটের উদ্যোগে উক্ত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।উক্ত সংগঠনটি লন্ডন প্রবাসী সাবেক চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিন আলী,সেলিম রেজা,শরীফ উদ্দিন, জালাল আহমেদ সহ
দেশ ও বিদেশের সাবেক ও বর্তমান আওয়ামী লীগের কর্মীদের উদ্যোগে উক্ত কর্মীকল্যাণ ট্রাস্টের আত্মপ্রকাশ ঘটে।সংগঠনটির আত্মপ্রকাশের পর থেকে চুনারুঘাটে প্রবীন ও প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্বরণ ও সার্বিকভাবে মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর সকলকে সাধুবাদ জানান ও ধন্যবাদ জ্ঞাপন ও সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।পরবর্তীতে ৫নং শানখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল ও ৯নং রানীগাঁও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলী কে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোদাব্বির আলী,সহ সভাপতি ও দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান চৌধুরী শামসুন্নাহার, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান চৌধুরী,ছাত্রনেতা মুক্তাদির কৃষাণ চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর কলেজের প্রফেসর নাসির উদ্দীন, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দেব,তাহের শামসুন্নাহার হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন্দ্র দেব নাথ,যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ উল্ল্যা মেম্বার,রানীগাঁও ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মেম্বার, ছাত্রনেতা রুমন ফরাজি,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফুলমিয়া খন্দকার মায়া, উপজেলা সিও সুমন,লিজন প্রমুখ।