এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অর্ধ গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় লালচান বাগানে ভাইয়ের বাসা থেকে মিক্সন বাউরি (২৬) নামে ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের লালচান চা বাগানের নতুন টিলা নামক স্থানে ঘটনাটি ঘটে।কখন ঘটনাটি ঘটে এবিষয়ে সঠিক কোন তথ্য এখনো পাওয়া যায় নি।তবে
মিক্সন বাউরি (২৬) ব্যক্তির অর্ধ গলাকাটা অবস্থায় লাশ টি তার ভাইয়ের বাড়িতে চেয়ারে বসা অবস্থায় দেখে আশেপাশের লোকজন। পরবর্তীতে চুনারুঘাট থানায় যোগাযোগ করলে ততক্ষাত থানা থেকে একটি পুলিশের টিম ঘটনা স্থলে পোঁছে এবং লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরন করে।
এ বিষয়ে চুনারুঘাট থানা তদন্ত ওসি চম্পক দাম এর সাথে কথা বললে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং তিনি জানান,এখন অবধি কেউ মামলা করেনি।তবে আমরা লাশ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার ব্যবস্থা করেছি।বিষয়টি পরবর্তীতে ক্লিলিয়ার করা যাবে।