আখলাছ আহমেদ প্রিয় : মার্শাল আর্ট ব্লাক বেল্ট হোল্ডার ও জাতীয় খেলোয়ার মিজানুর রহমান শামীমের ‘ইনসান’ সিনেমায় নায়কের চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন অরণ্য খান।
আর এ সিনেমার মাধ্যমেই তিনি নায়ক হিসেবে চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েছেন। শিগগিরিই দেশের বিভিন্নস্থানে সিনেমাটির শ্যুটিং শুরু হবে।
ইনসান-এর শ্যুটিং শেষ করে অরণ্য খান আরো দুটি সিনেমায় হিরো হিসেবে কাজ করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে অরণ্য খান জানান, চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান শামীম তার মার্শাল আর্টের ওস্তাদ। দীর্ঘদিন তিনি তার কাছে মাশার্ল আর্ট শিখেন। এতে তার সাথে গভীর সম্পর্কের সৃষ্টি হয়। মিজানুর রহমান শামীমের সিনেমা ইনসানে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে তিনি ভাগ্যবান মনে করছেন। এই সিনেমায় কাজের মাধ্যমে তিনি নিজেকে দর্শক প্রিয় হিসেবে গড়ে তুলতে চান বলে জানান।