বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বার্ষিক নির্বাচন- ২০২১ সম্পন্ন হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১১৮ ভোটের মধ্যে ৭২ ভোট পেয়ে ৩১ ভোটে নির্বাচিত হন মোঃ সালেহ মিয়া (হাতি মার্কা) ।নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ নাজমুল হোসেন পেয়েছেন (হরিণ মার্কা) ৪১ ভোট।
নির্বাচন পরিদর্শন করেছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বনিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং সিএনজি মালিক সমিতির সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ সাহেদ মিয়া ও সাধারণ সম্পাদক সাজিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ আখঞ্জী প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ শাহজাহান মিয়া। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, আহমেদ কবির, মোজাহিদ মিয়া, কালাশাহ ও মোঃ ইমরান আহমদ। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক শেখ আবুল মনসুর তুহিন।