নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় ভাতিজা ফিকলের আঘাতে প্রাণ গেল চাচা সাহাবুদ্দিন মিয়ার। ঘটনাটি ঘটেছে সোমবার(৪অক্টেবর) সকাল সাড়ে ৭টায় বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের দীঘিরপাড় এলাকায়। নিহত সাহাবুদ্দিন (৩৭) ওই এলাকার মৃত ইরফান উল্লার পুত্র।
স্হানীয় লোকজন তাকে উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত রক্ত করনের ফলে দ্রুত তার মৃত্যু হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরান হোসেন জানান, হত্যাকারীকে ধরতে পুলিশ কাজ করছে।লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।