এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে তৈরি করা হবে বিশ্বের সবচেয়ে বড় হোটেল। ৬ লাখ ৮৬ হাজার বর্গফুট জায়গায় মধ্যে রঙিন বালি দিয়ে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা রেখে হোটেলটি তৈরি করা হবে। একই ধরণের ১২টি টাওয়ারের মধ্যেই থাকবে ১০ হাজার কক্ষ, ৭০টি রেষ্টুরেন্ট, শপিং সেন্টার, কনভেনশন সেন্টার, মসজিদ ও হেলিপ্যাড।
হোটেলটি তৈরিতে সময় লাগবে ২ বছর এবং ব্যয় হবে সাড়ে ৩ বিলিয়ন ডলার। ১২টি টাওয়ারের মধ্যে ১০টি টাওয়ার থাকবে চার তারকা আর অন্য দুটি টাওয়ার হবে পাঁচ তারকা মানের।