চুনারুঘাট প্রতিনিধিঃ দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে বনভোজনের আয়োজন করেছে চুনারুঘাট উপজেলার মানবিক ও সামাজিক সংঘটন- কালিশিরী হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন।
(১ অক্টোম্বর) শুক্রবার বাদ জুম্মা উপজেলার চন্ডিছড়া চা বাগানে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পার্শে বনভোজ এর আয়োজন করা হয়।দুপুরের খাবার শেষে কেক কেটে দ্বিতীয় বর্ষপুর্তি উদযাপন করেন সংঘটনের সভাপতি এড.এমরান আহমেদ,সেক্রটারী ওয়াহিদুল ইসলাম ও উপস্থিত সদস্যরা।
বনভোজন ও কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি,লন্ডন প্রবাসী গাজিউর রহমান,চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজি আঃ লতিফ,আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী সনজু চৌধুরী, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান সামসুজ্জামান শামীম,এড.মিজানুর রহমান,উপজেলা তাতীলীগের সেক্রেটারী মিজানুর রহমান বাবুল,উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান,চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম,এসআই দদেওয়ান সম্রাট ও মুখলিছুর রহমান লস্কর,সমাজ সেবক আঃ ছাত্তার মোল্লা ও মিজানুর রহমান,চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,মিজানুর রহমান সোহাগসহ নাম না জানা আরো অনেকেই উপস্থিত ছিলেন।