এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলায় শারদীয় দুর্গা পূজা উৎযাপন ২০২১ইং উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে চুনারুঘাট থানা হল রুমে অফিসার ইনচার্জ শেখ আলী আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহসিন আল মুরাদ।
চুনারুঘাট থানার উদ্যোগে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় অতিথি গন মহামারি করোনাভাইরাসের উপস্থিতিতে সামাজিক স্বাস্থ্য বিধি নিষেধ মেনে পালন করার লক্ষে ব্যাপক আলোচনা করেন।এসময় প্রধান অতিথি মুহসিন আল মুরাদ পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করে সচেতনতা ও স্বাস্থ্য বিধি নিষেধ মেনে আয়োজন করার পরামর্শ ও সার্বিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় পাল বলেন,আমরা সরকারি বিধি নিষেধ মেনে দায়িত্বতার সাথে উৎসব পালন করার প্রক্রিয়া অবলম্বন করেছি।প্রশাসনিক সহযোগিতাও পাচ্ছি এবং সর্বদা পাশে থাকার আহবান জানাচ্ছি। এবছর আমাদের উপজেলায় ৮২টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা পূজা উৎযাপন হবে।পৌরসভার ভিতরে ৯টি,চা বাগান অঞ্চলে ২৮টি এবং বিভিন্ন গ্রামে ৪৫টি মন্ডবে শারদীয় দুর্গা পূজা উৎযাপন হবে। আমরা আমাদের ধর্মীয় প্রথা অনুযায়ী আগামী ১১অক্টোবর থেকে ৫ দিনব্যাপী পালন করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান,চুনারুঘাটে শারদীয় দুর্গা পূজা উৎযাপন পরিবেশ খুবই ভালো।আমাদের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত আছে। সুন্দর সুশৃঙ্খল ভাবে উৎসব সমাপ্তি হবে।
চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ আলী আশরাফ জানান,আমরা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উৎযাপন উপলক্ষে মতবিনিময় সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি।সকল কে সরকারি বিধি নিষেধ মেনে চলাচলের অনুরোধ জানাচ্ছি।
এসময় চুনারুঘাট থানা তদন্ত ওসি চম্পক দাম সহ সনাতন ধর্মাবলম্বী পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।