দিলোয়ার হোসাইন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খান।
এ সময় এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্ত দের মধ্যে যদি সমন্বয় থাকে তাহলে এলাকার সার্বিক উন্নয়ন হতে বাধ্য।
তিনি সরকারী কর্মকর্তাদেরকে জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় রাখার জন্য তাগিদ দেন। আসন্ন ইউপি নির্বাচন অবাধ সুষ্ট ও নিরপেক্ষ হবে বলে ও আশাবাদ ব্যাক্ত করেন। তিনি এ সময় বলেন সারা বাংলাদেশের মধ্যে বানিয়াচং উপজেলার ইউপি নির্বাচন গুলো আওয়ামীলীগ সরকারের আমলে অবাধ সুষ্ট ও নিরপেক্ষভাবে অনুষ্টিত হয়েছে। বানিয়াচং উপজেলার ইউপি নির্বাচন সারাদেশে একটি মডেল হতে পারে।
ইউপি নির্বাচন নিয়ে কেউ যেন কোন ধরনের বিভ্রান্ত না ছড়ায় সে জন্য সকল কে সতর্ক থাকার জন্য আহবান জানান।
সভায় আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
এ সময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, ইউএইচও শামীমা আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম,পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদী,সমাজসেবা কর্মকর্তা সাইফুল প্রধান,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,আহাদ মিয়া,গিয়াস উদ্দিন আহমেদ,ওয়ারিশ উদ্দিন খান,রেখাছ মিয়া,মৌঃ হাবিবুর রহমান,এরশাদ আলী,জয়কুমার দাশ,আনোয়ার হোসেন,আব্দুল কদ্দুছ শামীম,ফজলুর রহমান,ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি কাজল চ্যাটার্যী প্রমূখ।