এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত সভা অনুষ্ঠিত হয়।এতে বিগত সময়ে উপজেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও চলমান কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন উপস্থিতিগণ।এবং সর্বজনীন প্রস্তাবের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম অনুমোদন করেন ও বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়। এসময় রাজস্ব বিবিধ সংক্রান্ত তিন সদস্য বিশিষ্ট টিমের সমন্বয়ে ১০টি ইউনিয়নে হস্তান্তর বিভাগের কাগজপত্র স্টেশনারি ব্যয় পঁচিশ হাজার টাকা,পরিষদের গাড়ী মেরামত আশি হাজার তিনশত টাকা,গ্যাজেটেড কোয়াটারে ঊনিশ হাজার টাকা,পরিষদের মামলা সংক্রান্ত ব্যয় দু’লক্ষ দশ
হাজার টাকা এবং ২০২১-২২ পরিষদের বাজেট সভা বাবত ব্যয় দেখানো হয়েছে বার
হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস লুৎফর রহমান মহালদার,পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী, ২নং আহম্মাদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আবেদ হাসানাত চৌধুরী সনজু, ৩নং দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান চৌধুরী শামসুন্নাহার, ৪নং ইউনিয়ন চেয়ারম্যান শামসুজ্জামান শামীম, ৫নং শানখলা ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক তরফদার সবুজ,৬নং ইউনিয়ন চেয়ারম্যান কাউছার বাহার,৭নং উবাহাটা ইউনিয়ন চেয়ারম্যান রজব আলী,৮নং ইউনিয়ন চেয়ারম্যান
আব্দুর রশিদ মাষ্টার, ৯নং ইউনিয়ন চেয়ারম্যান ভারপ্রাপ্ত আব্দুল মালেক,১০নং ইউনিয়ন চেয়ারম্যান রমিজ উদ্দিন,
উপজেলা প্রশাসনের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা প্রাবন পাল,মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, সমবায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউছার আহমেদ রনি,সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র পাল ,তথ্য আপা সোনালী, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণ প্রমুখ।