চুনারুঘাট প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগ নেতা সায়েম তালুকদারের উদ্যোগে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মর্তুজ সরদার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, চুনারুঘাট পৌর যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম বকুল, উপজেলা যুবলীগ নেতা মুহিতুর রহমান রুমন ফরাজি, আদিবাসী নেতা কাঞ্চন পাত্র, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সিমু, সাগর, মারজান চৌধুরী প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।