জামাল হোসেন লিটন,চুনারুঘাট : চুনারুঘাটের ঐতিহাসিক দরবার শরীফ মুড়ারবন্দের রাস্তার ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি এ রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে চুনারুঘাট উপজেলার হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.) সহ ১২০ আউলিয়ার মাজার শরীফ মুড়ারবন্দের রাস্তার ভিত্তি প্রস্তারে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হেলিওস হোল্ডিংস কোম্পানির এম.ডি, বিশিষ্ট শিল্পপতি এম.এ মালেক, যুবলীগ নেতা জহির উদ্দিন মোল্লা, আনোয়ার হোসেন লিজন, ঈমান আলী সহ আরো অনেকে।
প্রসঙ্গত, মেইন রোড থেকে মাজারের ভেতরের গেইট পর্যন্ত রাস্তাটি ৪৫ লক্ষ ৯৫ হাজার ৫শত টাকা ব্যয়ে ঢালাই করা হবে।