আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ চুনারুঘাট উপজেলায় এক পরিবারে বাবা, মেয়ে ও নাতনির মৃত্যু হয়েছে।এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দুঃখ ও সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে শতশত পোষ্ট হচ্ছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নে একই পরিবারে পরপর ৩ জনের মৃত্যু হয়।
এলাকাবাসি জানান,মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় ঢাকার পপুলার হাসপাতালে ইন্তেকাল করেন আলহাজ্ব সাজিদুর রহমান (আরজু মিয়া)। একই দিনে সকাল সাতটায় চুনারুঘাট হাসপাতালে স্ট্রোক করে ইন্তেকাল করেন মরহুম আরজু মিয়া’র চতুর্থ মেয়ে মোছাঃ সুরাইয়া আক্তার এবং দুপুরে চুনারুঘাট উত্তর বাজার বাসায় ইন্তেকাল করেন মরহুমা সুরাইয়া আক্তারের বড় মেয়ে সৈয়দা উলফাত সিদ্দিকা।
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। একই পরিবারের নিকটস্থ বাবা, মেয়ে ও নাতিনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া বইছে।
তিন জনের জানাযার নামাজ মঙ্গলবার বাদ মাগরিব শ্রীকুটা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
একই পরিবারের তিন জনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল কাদির লস্কর,চুনারুঘাটের ইউএনও সিদ্ধার্থ ভৌমিক,চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.আকবর হোসেন জিতু,উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান,চুনারুঘাটের পৌর মেয়র সাইফুল আলম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন,ইউপি চেয়ারম্যান চৌধুরী শামসুন্নাহার,আবেদ হাসনাত চৌধুরী,শামসুজ্জামান শামীম ও রমিজ আলী,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান রিপন,পৌর যুবলীগের সেক্রেটারী মাজেদুল ইসলাম লুবন,কৃষকলীগ নেতা মিজানুর রহমান সোহাগ ও লিজন প্রমুখ।