নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামে ফয়ছল আহমেদ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ লাশ উদ্ধার করে।
ফয়ছল আহমেদ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের সাবুল আহমদের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফয়ছল আহমেদের মানসিক সমস্যা ছিল। প্রতিদিনের ন্যায় কৃষি ক্ষেতে কাজ করতে যায় ফয়ছল। হঠাৎ করে কাজ থেকে ফিরে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফয়ছল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান।
পরে পুলিশকে খবর দিলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ফয়ছলের মানসিক সমস্যা ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যা থেকেই সে আত্মহত্যা করেছে।