চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্যানবেইস কম্পিউটার ল্যাবের কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
উপজেলা পরিষদের আয়োজনে এবং পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ (জাইকা) এর সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিসার বাস্তবায়নকারী সংস্থার মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুইদিনব্যাপী ব্যাচভিত্তিক উক্ত প্রশিক্ষণে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করবেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম প্রমুখ।