নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার সদর থানায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক দুজন হলো- চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের উছমান আলীর ছেলে আলী হোসেন (১৯) ও হাফটারহাওর এলাকার আব্দুল শহীদের ছেলে আকাশ মিয়া (২০)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে হবিগঞ্জ পৌর এলাকার কামড়াপুর বাইপাস পয়েন্ট থেকে তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
আটক দুজনকে পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে তিনি জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।