মোঃ জামাল হোসেন লিটন,চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবজমিনের চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমিনের সহধর্মিণী জোসনা বেগম ইন্তেকাল করেছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) বাদ আছর নিজ বাড়িতে মরহুমা জানাজা নামাজজ শেষে তাঁকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা জালাল আহমেদ আখঞ্জি, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোয়েব চৌধুরী, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি এডভোকেট রুহুল আমিন শরীফ, চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন,যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শব্দকথা প্রকাশন এর কর্ণধার মনসুর আহমেদ, সাংবাদিক সিরাজ মিয়া, কাজী সুজন, এমএ বাতেন, জিলানী আখনজি প্রমূখ।
এ জানাজা নামাজে হাজারো মুসল্লীর ঢল নামে। উল্লেখ, জোসনা বেগম দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। বুধবার ভোর ৬টায় সিলেট মহানগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরহেজগার ও পর্দাশীল এ মহিলা মৃত্যু কালে ২ কন্যা, স্বামী সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।