বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে রত্না নদীতে মাছ ধরতে গিয়ে নিখোজের ১ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন।নিহত যুবকের নাম মোশারফ চৌধুরী (২০)।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুর রহমান চৌধুরীর পুত্র মোশরফ চৌধুরী (১৯ সেপ্টেম্বর) রবিবার সকাল ৯টায় মাছ ধরার জন্য বাড়ির পাশের রতœা নদীতে যান।
ঘটনার সময় ওই যুবক নদীতে জাল নিয়ে নেমে আর তীরে উঠে আসেন নাই।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার ব্রিগেডের ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে সারাদিন রতœা নদী ও এর আশপাশের হাওরে তল্লাশি করেও লাশ খুজে পান নাই।
পরদিন সোমবার(২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের সময় ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার ভাটিতে সুনামপুর গ্রামের নিকট লাশ ভাসতে দেখেন এলাকাবাসী।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন লাশ উদ্ধার করেন।
নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ ও আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হয়েছে।