নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল জব্দ ও ১ জনকে আটক করা হয়েছে। আটক বক্তির নাম রাসেল মিয়া (২৭)।
রোববার সকালে (১৯ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে চুনারুঘাট থানার পুলিশ।
চুনারুঘাট থানা পুলিশের ওই বিশেষ টিমের অভিযানে চোরাইকৃত ট্রান্সফরমারের ভেতরের ৪০ কেজি তামার তার ও ১৫ কেজি এলুমিনিয়ামের বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।