স্টাফ রিপোর্টার : বানিয়াচং মডেল প্রেসক্লাবের বহুল প্রত্যাশিত গঠনতন্ত্র অনুমোদন হয়েছে ।
শুক্রবার সকাল ১০টায় কার্যালয়ে দিন ব্যাপি সাধারণ পরিষদের সভায় সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন। সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় আলোচনা-পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে ক্লাব গঠনের ৪ মাসের মধ্যে প্রস্তাবিত গঠনতন্ত্র পাশ হয়।
এছাড়া করোনাকালীন সময়ে জনসচেতনতায় মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও ঈদ সামগ্রী বিতরণসহ সৃজনশীল বিভিন্ন কার্যক্রম করায় উপদেষ্টাগণ সন্তোষ প্রকাশ করেছেন ।
এ ছাড়া বানিয়াচংয়ে পর্যটন শিল্প বিকাশ,উন্নয়ন,বিভিন্ন দুর্নীতি প্রতিরোধে ও সাধারণ মানুষের অধিকার আদায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কামনাসহ দ্রুত সময়ের মধ্যে ক্লাবের একটি পুর্ণাঙ্গ আধুনিক গঠনতন্ত্র অনুমোদন হওয়ায় জন মানুষের প্রত্যাশা পূরণে অনেকদুর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তাগণ।
এসময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম কিবরিয়া লিলু, মোত্তাকিন বিশ্বাস, শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন,সহসভাপতি দেওয়ান শোয়েব রাজা,কোষাধ্যক্ষ আব্দাল মিয়া,প্রচার সম্পাদক ইমদাদুল হক মাসুম,দফতর সম্পাদক তানজিল হাসান সাগর,আইন বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন,নির্বাহী সদস্য-রায়হান উদ্দিন সুমন,শেখ সফিকুল ইসলাম শফিক,আব্দুল মালেক,ইমতিয়াজ আহমেদ লিলু,আব্দুল কাদির বাবুল ও শেখ মোঃ আলমগীর হোসেন প্রমুখ ।
পরে ক্লাবের ভবিষ্যত পরিকল্পনা ও মধ্যাহ্নভোজ করা হয়।