মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিদূৎপিষ্ট হয়ে পরিমল সরকার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেছে।
স্থানীয় লোকজন জানান, দক্ষিন বরগ গ্রামের প্রমোদ সরকারের ছেলে কৃষক পরিমল সরকার ঘরে ভিতর সিলিং এ কাজ করার সময় বিদূৎপিষ্ট হয়। দ্রুত স্বজনরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।