চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি : জন্ম থেকে হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত থাকলেও ১৯ বছর বয়সে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন টিটুু চন্দ্র দেব।
সে হবিগঞ্জ জেলার সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের পইল গ্রামের শংকর চন্দ্র দেবের পুত্র। গত ১ সেপ্টেম্বর নোটারী পাবলিকের কার্যালয়ে হবিগঞ্জে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠা ছমির হোসেন আনসার ও হাবিবুর রহমান হাবিবের সহযোগীতায় নব মুসলিম মোঃ ইসলাম উদ্দিন টিটুকে চুনারুঘাট হাসপাতালে সুন্নতে খৎনা করানো হয়।
নব মুসলিম মোঃ ইসলাম উদ্দিন টিটু জানান, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে নিজ ইচ্ছায় ও স্বেচ্ছায় নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্মের সব বিষয় যেন মেনে চলতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।