চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বালুমারা গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল কাদির (৩৫) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বালুমারা গ্রামের আব্দুল কাদিরের বসত বাড়ী থেকে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে এসআই কবিরসহ একদল পুলিশ মিলন হত্যার আসামী আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়। সে যাবত জীবন দন্ডপ্রাপ্ত। এতদিন আত্মগোপনে ছিল। পরে আব্দুল কাদিরকে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, ৫ বৎসরের পূর্বে মিলন হত্যার আসামী চাচাতো ভাই আব্দুল কাদির আত্মগোপন করে রয়েছিল।