নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর নামক স্থানে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে এক মহিলাকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীগঞ্জ পৌর এলাকা তিমিরপুর থেকে গাঁজা বিক্রিতা হাছেনা বেগম (৩৫) নামের এক মহিলাকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য অধিদপ্তর হবিগঞ্জ ও থানা পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করেন।প্রসিকিউসনে সহয়তা প্রদান করেন মোঃ মাহমুদুল্লাহ ইন্সপেক্টর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ ।
এ সময় হাসেনা বেগমের বাড়ি থেকে উদ্ধারকৃত ১ কেজি গাঁজা ও সেবনের সরঞ্জামের বিষয়ে নিয়মিত মামলা করার জন্য পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জকে আদেশ প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।