নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের বাসা থেকে জলি বেগম (২৪) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
(৮ সেপ্টেম্বর) বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
সদর থানার এস.আই উৎসব কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের লিবিয়া প্রবাসী নজরুল আমিনের স্ত্রী জলি বেগম (২৪) তার মামার বাসায় হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সে বেড়াতে আসে। রাতে সে তার স্বামীর সাথে ফোনে কথা বলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সাথে অভিমান করে জলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পরে পুলিশ কে খবর দিলে সদর থানার ওসি মাসুক আলী ঘটনাস্থল যান এবং দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।