নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের একটি ডিজিটাল স্টুডিও’তে রাতের আঁধারে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই দোকান থেকে দামী ক্যামেরাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
জানা যায়, উপজেলার উল্লেখিত বাজারের সাহেদ ডিজিটাল স্টুডিও’র মালিক সাহেদ মিয়া প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান।
পরদিন বুধবার ( ০৮ সেপ্টেম্বর) সকালে সাহেদ মিয়া দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙা। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন। চোরেরা সাহেদ মিয়ার দোকান থেকে ডিএসএলআর ক্যামেরাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এস. আই স্বপন কুমারের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় উপস্থিত ছিলেন রসুলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মঞ্জুর চৌধুরী, সাধারণ সম্পাদক সামাদুল হক চৌধুরী, ব্যবসায়ী জামিরুল ইসলাম, শ্যমল প্রমূখ।