নিজস্ব প্রতিবেদক :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী সুজন মিয়া (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায় সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এএসআই বিধান দেবসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের লাদিয়া গ্রামের তেতুলতলা বাজারে অভিযান চালায়।
এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুজন মিয়াকে গ্রেফতার করে।
সে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।