মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সাপ নিয়ে খেলামেলা করতে গিয়ে সাপেড় কামড়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সুরমা চা বাগানে এ ঘটনা ঘটে। স্বপনের মেয়ে হিরমনি সাওতাল জানান, সুরমা চা বাগানের রেংঘুটিলা এলাকার শ্যামল সাওতালের ঘরে বৃহস্পতিবার রাতে একটি বিষাক্ত সাপ প্রবেশ করে। খবর পেয়ে বাগানের বাবুল সাওতালের ছেলে স্বপন সাওতাল (৪০) সাপ ধরে নিয়ে আসে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত স্বপন সাপটি নিয়ে খেলামেলা করেন।
শুক্রবার কোন এক সময় সাপটি তার হাতে কামড় দেয়। তখন স্বপন সাপটি মেরে বাগানের একটি স্থানে ফেলে আসে। দুপুরে বিষাক্ত সাপেড় কামড়ে স্বপন অসুস্থ হয়ে পড়লে তার স্বপনরা বাগানের চিকিৎসক কে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চা শ্রমিক নেতা রবীন্দ্র গৌড় সত্যতা নিশ্চিত করেন।