হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : সিলেটের ফুলতলী পীর সাহেব ক্বিবলার প্রতিষ্ঠিত মুসিলম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ১০ টি হতদরিদ্র দুস্ত পরিবারের মাঝে বিনামূল্যে রিক্সা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৯/০৫/২০১৫)সকাল ১১ টার দিকে হতদরিদ্রদের মাঝে রিক্সা বিতরণ উপলক্ষ্যে উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল কাজী বাড়ীতে সুন্দাদিল রাহমানিয়া সুপার দাখিল মাদ্রসার সুপার এবং মুসিলম হ্যান্ডস্ ইন্টারন্যাশনালের মাধবপুর উপজেলার তত্ত্বাবধায়ক মাওলানা কাজী আলা উদ্দিন আহমদ দস্তগীরের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন।বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন মুসিলম হ্যান্ডস্ ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাওলানা আঃ কাইয়ূম,সাংবাদিক হামিদুর রহমান, সমাজ সেবক সিদ্দিক আলী, মুসিলম হ্যান্ডস্ ইন্টারন্যাশনালের মাঠকর্মকর্তা আঃকুদ্দুস প্রমুখ।