রুবেল,মাধবপুর প্রতিনিধি : “বেশি বেশি মাছচাষ করি বেকারত্ব দূর করি” জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে মাছ চাষিদেরকে মাচ চাষ বিষয়ক পরামর্শ এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে কারেন্ট জাল যব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
বুধবার ১সেপ্টেম্বর মাধবপুর উপজেলা মৎস অফিসের বাস্তবায়নে ৫ম দিনের কার্যক্রম হিসেবে উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের সুমন মিয়া ও ৩ নং বহরা ইউনিয়নের উওরশিক গ্রামের শিরু মিয়া ০২ জন চাষির পুকুরের মাটি ও পানি পরীক্ষার সাথে ১২ জন মাছ চাষীকে মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ ও সেবা প্রদান,প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরই সাথে মাধবপুর জাল বাজার,বোয়ালিয়া বিলে অভিযান পরিচালনা করে ৪৩টি কারেন্ট জাল ২১হাজার ৫শত মিটার ১৯হাজার টাকা মূল্য আটক করা হয়।
আটককৃত জালগুলো উপজেলার পরিষদ চত্ত্বরে জালগুলো পড়িয়ে নষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন,সহকারী কমিশনার (ভূমি ) মহিউদ্দিন ,উপজেলা মৎস্য অফিসার ফরিদুল হক, কর্মচারীবৃন্দ সহ আরো৷ অনেকে ।