চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। সোমবার রাত ৮টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর উপজেলার চেগানগর গ্রামের মৃত আঃ ওহাবের পুত্র আলতাফ আলী (৫৫) কে তার কার্যালয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মঙ্গলবার দুপুর ১২টায় তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।