নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপ জেলার শায়েস্তাগঞ্জ থেকে ১১০ বোতল ফেন্সিডিলিসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে আট টায় র্যাব’র একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ শামসুল হক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মের উপর হইতে ১১০ (একশত দশ) বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল বি-বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রাজাপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ বশির মিয়া (২৯), কাশিনগর গ্রামের মৃত আঃ হামিদ মিয়ার ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৭) । উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর ।