আকিকুর রহমান রুমনঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবাসহ সাইফুল নামের এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।
এসময় থানা পুলিশের অভিযানে সাইফুলের সাথে থাকা অপর ব্যাবসায়ী পুকুরে পড়ে পালিয়ে যায়।
এসময় ইয়াবা ব্যাবসার কাজে বহনকৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
সূত্রে জানাযায়,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হুসেনের দিক নির্শেদনায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় অভিযানে বের হন।হঠাৎ তাদের কাছে দুই ইয়াবা ব্যাবসায়ীর একটি ডিলিং হওয়ার স্হানের গোপন সংবাদ আসে।
সঙ্গে সঙ্গে এসআই সঞ্চয় সিকদারের নেতৃত্বে একদল পুলিশ রাত সাড়ে ১০টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউপি’র ৭নং ওয়ার্ডের শেখেরমহল্লা শরীফ উদ্দিন সড়কের পাশে(কালাদেও পুকুর পাড়ে)পাকড়াও করে।
এবং সাইফুল ইসলাম(২২)নামের একজন ৫০পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন।আর সাথে থাকা অন্য ব্যাবসায়ী পুকুরে লাফ দিয়ে অন্ধকারে পালিয়ে যায়।
এসময় পুলিশ মাদক ব্যাবসার কাজে ব্যাবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যান।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ২নং ইউপির গরিব হুসেন মহল্লার সিরাজ মিয়ার পুত্র।
অন্যদিকে সাইফুলের গ্রেফতারের খবরটি জানাজানি হয়ে পড়লে,স্হানীয় জনপ্রতিনিধিসহ অনেকেই আলাপ আলোচনা করতে শুনা যায়,পুলিশের নেওয়া পালসার মোটরসাইকেলটি সাইফুল ইসলামের বড় ভাই হাবিবুর রহমানের।এমনকি ইয়াবা ব্যাবসায়ী সাইফুল ইসলাম প্রায় ৫/৬পূর্বে পাইকপাড়া মহল্লায় একটি মেয়েলী ঘটনা ধরাশায়ী হয়।পড়ে এই ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং দীর্ঘদিন হাজতবাস করে জামিনে বেরিয়ে আসে।
সাইফুল এসেই বানিয়াচংয়ের পুলিশের হাত থেকে পলাতক থাকা কিছু ইয়াবা ব্যাবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তুলে এবং ঐ এলাকাটি নিরাপদ স্হান হিসাবে বেচে নিয়ে নিরাপদে ব্যাবসা পরিচালনা করে আসছে।
এলাকাবাসী আরও জানান,আদর্শ বাজার এলাকার বাবু নামের এক প্রবাসী ও জেল থেকে বেরিয়ে আসা মুফাজ্জল,
বড় বাজার থেকে কাঠ মেস্তরী মনির,তার দুই সহযোগী শান্ত ও শামীম এবং করিমউল্বা এলাকার(টিপু)কিন্তু যার নাম ইয়াবা ব্যাবসায়ী ও সেবনকারীদের মধ্যে(সুলতান)নামে পরিচিত।নতুন বাজার ৩নং অফিসের পাশে সিএনজি ষ্ট্যান্ড ম্যানেজার জাতুকর্ন পাড়ার ছালেক,ইমরান ওমামুন মিলে একসাথে ব্যাবসা চালিয়ে যাচ্ছে।
এছাড়াও দীর্ঘ ৫/৬বছর ধরে এখন পর্যন্ত গ্রেফতার ছাড়াই ৫/৬নং বাজারের টমটম চালক মিজান ও তার স্রীসহ সহ এই পুরো বানিয়াচংয়ের যুব সমাজের হাতে ইয়াবা বিক্রি জন্য তুলে দিচ্ছে এবং তারা নিজেও বর্তমানে ব্যাবসা চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হুসেনের সাথে রাত ১১টা ৮মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে,তিনি ইয়াবাসহ সাইফুল ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,বানিয়াচং থেকে অপরাধ মুক্ত করতে তিনি নিজে রাত-দিন কাজ করে চলছেন।এছাড়াও তিনিসহ রাতভর তাদের বিভিন্ন টিম অভিযানে অব্যাহত রয়েছেন।
এমনকি তিনি সচেতন সমাজের নাগরিক বৃন্দ ও সাংবাদিকবৃন্দের কাছ থেকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগীতা করার আহবান জানিয়েন।