আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের এক অভিযানে আবিদ মিয়া (২৫) নামে দুই বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩০ আগষ্ট ) দুপুরে উপজেলার শিমুল ঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবিদ মিয়া ওই এলাকার মো.নবাব মিয়া ছেলে।
মাধবপুরে থানার ওসি মো: আব্দুর রাজ্জাক জানান, এসআই ঈসমাইল হোসেন নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবিদ মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক আইনের মামলা রয়েছে। একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।