নিজস্ব প্রতিবেদক : ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসুচির অন্তর্ভুক্ত করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ প্রকল্পের উদ্যোগে শায়েস্তাগঞ্জের রেলস্টেশনে উন্মুক্ত মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার(৩০ আগষ্ট) দুপুর ২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম।
পরে ব্র্যাকের কর্মীরা শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকায় ১০০ জন মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন।
সারাদেশে উচ্চ সংক্রমণের ঝুকিপূর্ণ ৩৫ টি জেলায় একযোগে করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ প্রকল্পের তিনমাস ব্যাপি পোগ্রাম আগামীকাল শেষ হবে। এই প্রকল্পের আওতায় শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রায় ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
এছাড়াও কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপদের সাথে সভা, ইউনিয়ন পরিষদের কমিউনিটি লিডারদের সাথে সভা, লিফলেট বিতরণ, হাত ধোয়ার নিয়মাবলী, মাস্ক বিতরণ ও সচেতনতা বাড়ানোর জন্য নানান কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলায় দুজন হটস্পট মোবিলাইজার ও একজন কমিউনিটি মোবিলাইজার এ প্রকল্পের দ্বায়িত্বে ছিলেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা কমিউনিটি মোবিলাইজার সৈয়দ হাবিবুর রহমান জানান, আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে মাস্ক পড়ার জন্য উদ্বুদ্ব করেছি, এখন গ্রামে ও মানুষজন মাস্ক পরে বের হন যা আমাদের এ পোগ্রামের সফলতা।
এ বিষয়ে ব্রাকের এলাকা ব্যবস্থাপক মোঃ খায়রুল বাশার জানান, পুরো হবিগঞ্জেই আমাদের ব্র্যাক থেকে করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ প্রকল্পটি নিয়ে জনসচেতনতা বড়ানো ও সংক্রমণ কমিয়ে আনার জন্য আমরা কাজ করেছি। তৃণমুলে স্বাস্থ্যবিধি মানার নিয়ম, মাস্ক পরায় উৎসাহ প্রদান ও কোভিড-১৯ এর টিকা নিতে মানুষদেরকে আমরা উদ্ধুদ্ধ করার চেষ্টা করেছি।
ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ আতাউর রহমান শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলামের মানবিক কাজের ভুয়সী প্রশংসা করে উনাকে আন্তরিক ধন্যবাদ জানান।