আব্দুর রাজ্জাক রাজুঃ হবিগঞ্জের চুনারুঘাটে পাচারের সময় ৮৭ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
(২৮ আগষ্ট)রাতে সীমান্তের ১৯৭০-৪ এস পিলারের গুইবিল সীমান্তে ৪০ কেজি ও ১৯৭৩-৮এস পিলারের সামন থেকে ৪৭ কেজিসহ মোট ৮৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে চিমটিবিল বিজিবি।
চিমটিবিল সীমান্তের গোয়েন্দা সদস্য মোঃ এরশাদ এর গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মোঃ মকবুল হোসেন পৃথক অভিযান চালিয়ে ৮৭ কেজি গাঁজা উদ্ধার করেন।এ সময় মাদক চোরা-কারবারিরা পালিয়ে যায়।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের সিও লেঃ কর্নেল সামীউন্নবী চৌধুরী বলেন,মাদক ও চোরা-চালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।