এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রবাসীর স্ত্রী দিলারা আক্তার (৩০)আত্মহত্যা করেছে।
উপজেলার ১০নং মিরাশি ইউনিয়ন মহদিরকোনা গ্রামে ঘটনাটি ঘটে।জানা যায় বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকাল ৪টায় দিলারা আক্তার (৩০) এর ঝুলন্ত লাশ নিজ গৃহের রান্না ঘরের বাঁশের তীরে দেখতে পান শশুড়।ততক্ষণে শুড় চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে।নিহত দিলারা আক্তার (৩০)প্রবাসী কাউছার মিয়ার স্ত্রী।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান রমিজ উদ্দিনের সাথে কথা বললে জানান,আমি সহ চুনারুঘাট অফিসার ইনচার্জ আলী আশরাফ,তদন্ত ওসি চম্পক দাম উপস্থিত হয়ে বিষয় টি জানান চেষ্টা করছি।এসময় তিনি জানান,নিহত দিলারা আক্তার (৩০)এর শুশুড় দাবি করছেন সে আত্মহত্যা করেছে। কিন্তু নিহতের পরিবারের দাবি তাকে নির্যাতন আত্মহত্যা করতে প্ররোচনা দেয়া হয়েছে। মূলত পারিবারিক কলহের কারণেই এমনটা হতে পারে।তদন্ত সাপেক্ষে বিষয়টি জানা যাবে।
এ বিষয় অফিসার ইনচার্জ আলী আশরাফ জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে আসছি।লাশ নিয়ে যাওয়া হচ্ছে।বিষয়টি পরে পরিষ্কার ভাবে জানানো হবে।