জুয়েল রহমান, বানিয়াচং থেকে : হবিগঞ্জের বানিয়াচঙ্গের হাওর থেকে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সূত্রে জানাযায়(২৪ আগস্ট মঙ্গলবার)সকালে আখিয়া বেগম(৮০)নামের এক বৃদ্ধার মৃতদেহ হাওরের দেখতে পান এলাকাবাসীর লোকজন।
পরে বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ সুজাতপুরের হাওর থেকে এই বৃদ্ধার লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।এই মহিলা বৃদ্ধা হলো বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউপি’র সুজাতপুর গ্রামের মস্তু মিয়ার স্ত্রী।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হুসেনের সাথে রাত ৯টা ২১মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এবিষয়টি নিশ্চিত করেন।এঘটনায় কোন মামলা দায়ের হয়েছে কিনা জানতে চাইলে,তিনি আরও জানান কোন মামলা দায়ের হয়নি তবে অপমৃত্যু মামলা হয়েছে।এই বৃদ্ধা মহিলার লাশ উদ্ধারের ঘটনায় এলাকার মধ্যে এক আতংক বিরাজ করছে বলেও এলাকাবাসীর কাছ থেকে জানাযায়।